শিমুল সুলতানা
.
তোমার সাথে ঘটে যাওয়া সব
বঞ্চনার ইতিহাস –
হাসিমুখে সয়ে যাও
তবেই তুমি অনন্যা।
যদি কেড়ে নেয় তোমার প্রাপ্যটুকু
তোমাকেই উল্টো প্রমান করতে হবে
কূলটা নও তুমি- নিরবে সয়ে যাবে সমস্ত অপবাদ।
তোমার সামান্য চাহিদাটুকুও
না জোটে কপালে
তবু মুখে কুলুপ এটে প্রতীক্ষা করবে,
পাছে কেউ অলক্ষুনে না ভাবে,
কারো চোখে চোখ রেখে
বলতে যাবে না কতটুকু চাই তোমার।
তোমার অযোগ্যতা এটাই
তোমার যোগ্যতা প্রমান করতে যাওয়া,
যদি প্রখরতাহীন উত্তাপে
তোমার যশের প্রসারতা আর ব্যপ্তি ছড়িয়ে পড়ে
তবে জেনে নাও
নিশ্চিত কেউ না কেউ বসে আছে
কালিমা লেপে দিতে।
কি এমন আছে তোমার
তাদের কপালে চিন্তার রেখা!
তোমার অর্জনের পেছনে তোমার প্রজ্ঞা আর
মেধাকে স্বীকৃতি দিলে
পাছে তুমি বড় হয়ে যাও যদি !
তোমাকে যে দমাতেই হবে,
তুমি যদি ভ্রুক্ষেপ করে তেজী হয়ে ওঠো
তবে তো নিশ্বাস চেপে ধরবে তোমার।
তোমার অযোগ্যতাকে তুলে ধরে
পৈশাচিক সুখ পেতে হবে যে।
কেন জিতবে তুমি !
তোমাকে পোড়াতে পেরে- দলিত মথিত করে-
চরিত্রে দাগ দিতে পারলেই তো তুমি শেষ,
তোমার লজ্জার দৌড় তো জানাই আছে,
আর অন্তত মাথা তুলতে সাহস পাবে না তুমি।
অবশেষে তুমি হেরে যাবে
হারতেই হবে যে তোমার।
তুমি কেন জিতবে!!
অসাধারন
অসাধারণ লিখেছেন প্রিয় ম্যাডাম
ছন্দে ছন্দে সত্য করেছো চয়ন। অভিবাদন গ্রহণ করো হে কবি💕
অনেক ধন্যবাদ
মুগ্ধ হলাম
চমৎকার
সুন্দর
শুভকামনা রইল
শুভকামনা অশেষ। ধন্যবাদ সবাইকে।
জাগৃতির জ্যোতি, মা, তোমার সৃজনপটে ! অনন্য তুমি, মা !
অসাধারণ!! জীবনের কঠিন সত্য আপনার লেখনিতে উঠে এসেছে।অনেক ধন্যবাদ আপা। আপনার জন্য নিরন্তর শুভ কামনা ও ভালোবাসা।
অসাধারণ!!!!
সময়োচিত কবিতা।
অভিনন্দন আর শুভ কামনা শিমূল।
অনেক সুন্দর। শুভকামনা রইলো
আপনার লেখা সুন্দর, স্বকীয় ও প্রতিবাদী!!🌹🌹
অসাধারণ লিখনি!
খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ, ভালো লাগলো।
অপূর্ব রচনাশৈলী।
অনেক অনেক শুভ কামনা রইলো আপা।
বেশ ভাল।শুভ কামনা রইল।
অসাধারণ কবিতা।
চমৎকার লেখনি। শুভেচ্ছা নিরন্তর 💗
সত্যিই অসাধারণ আপু❤
চমৎকার
আরও চিন্তিত হলাম আপা, বাস্তবতা বড় কঠিন।
খুব ভাল লাগলো।
অসাধারণ
শুভ কামনা রইল ।
Khub sundor
Please posting more frequently because I really love your blog
site web page. Many thanks!
I’m not that much of a internet reader to be honest but your
blogs really nice, keep it up! I’ll go ahead and bookmark your website to come back in the future.
Cheers
thanks sir