চির ভাস্কর তুমি

বিজন বেপারী
.
হাজার বছরের শ্রেষ্ঠ তুমি
তুমি সবার সেরা,
তোমার মতো বিশ্বনেতা
অপ্রতুল এই ধরা।
.
পাক-হানাদার-রাজাকারের
ছিল শকুন দৃষ্টি,
দৈব-বাণী দিলে তুমি
বাংলা হলো সৃষ্টি।
.
আইয়ুব খানের দোষররা
মেতেছিল কুচক্রে,
দিনটি ছিল পনের  তারিখ
আগস্টের‌ই ভোররাতে।
.
স্বাধীন বাংলার সবুজ ঘাস
রক্তে হলো রঞ্জিত,
তবু বাংলার মানচিত্রে
রবে তুমি জাগ্রত।
.
বিজন বেপারী
সহকারী শিক্ষক, বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝালকাঠি সদর
 এবং
প্রতিষ্ঠাতা সম্পাদক, মাতৃভাষা সাংস্কৃতিক পর্ষদ, ঝালকাঠি।

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *