চোখের জল

ফারহানা ইয়াসমিন
.
জল ছাড়া বাঁচে না জীবন,
জলই যেন জীবন
জীবনই যেন জল।
.
চোখের জল ছাড়া পাওয়া যায় না চোখের অস্তিত্ব ,
তবে চোখের জলের নেই কোনো মূল্য,
যা আছে তা কেবলই নোনা পানি।
.
ঝরনা ফেটে ঝরে নির্মল পানিকণা,
আর বুক ফেটে ঝরে রিক্ততার জলকণা।
.
চোখের পাদদেশে দেখা যায় পিচ্ছিলতা,
যেখানে লাগবে মলিন মাখা হাতের স্পর্শ।
.
ছোটখাট প্লাবন দেখা যায়,
যখন গালে মুখে ঝরে পড়ে নোনা জল।
.
সুখ দুঃখ উভয় সময়ে,
এই জল হয়ে আসে অতিথি,
তাও আবার বিনা নিমন্ত্রণে।।
.
নোনা জলকে পারি না,
ভালোবাসা দিয়ে মিষ্টি মধুর করতে,
কারণ তার স্বভাবই নোনতা।
.
এই চোখের কান্না কারো কাছে হয় বাহানা,
আবার কারো বা কাছে হয়
অমূল্য মায়া।
.
চোখের আছে এক অদ্ভুত ভাষা,
যা দিয়ে বুঝাতে পারি হৃদয়ের ব্যাথা।
.
চোখের সে ভাষা বুঝতে গেলে,
লাগবে এক টুকরো নরম মন।

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *