প্রিয় নবীর অপমান!

আব্দুল্লাহ আল নোমান
.
নবীর সাথে বেয়াদবি করে
   দেখাইলি তোর জোর !
        খোদার আরশ কেঁপে উঠলো,
              ধ্বংস হবে তোর।
.
দিন শেষে রাত্রির দেখা,
   একসময় ঠিকই ভোর,
       মুসলিম উম্মাহ ক্ষেপে গেলে,
             রক্ষা নেই তোর!
.
নবী হলো খোদার রাসুল,
   মুসলিম উম্মার প্রাণ;
       ‘নবী’র নামে কুৎসা রটালে,
            থাকবেনা তোদের প্রাণ।
.
নবীর উসিলায় সৃষ্টি সকল,
    মানবোনা অপমান!
        নবী আমাদের ভালোবাসা,
            খুশবু মিশ্রিত ঘ্রাণ।
.
নিজের দেশেই নবীর নামে,
   সরব নাস্তিক, ব্লগার!
        সরকার মশাই কঠিন হলে,
             এমন দুঃসাহস কার!
.
সরকার তোদের রেহাই দিলেও,
    নবী প্রেমীরা দিবেনা ছাড়!
       মুসলিম দেশের এ কি অবস্থা!
            ছদ্মবেশী বাটপার।
.
ঈমানের জোর মজবুত করে,
    নবীর তরে টল্;
       নবীর সম্মান রক্ষা করতে,
           সবাই মিলে চল্।

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *