ফারহানা করিম তুলি
.
রৌদ্রের তীব্র রাগে যখন ঝাউবনের পাতাগুলো হয়ে ওঠে মর্মর।
তখন বৃষ্টি রূপে বঙ্গবন্ধু নামক স্বস্তির ফুল ফোটে।
বঙ্গবন্ধু তুমি টুঙ্গিপাড়ার দুরন্ত মুগ্ধ ছেলে,
অন্তরে তোমার তীব্র সংগ্রাম, বাঙালি প্রদীপ জ্বেলে।
ধরণী মাঝে জাগিছো তুমি
সংগ্রাম মুখর হাতে,
সম্বল যেথায় নেই নেই হায়,
শক্তি দিয়েছে তাতে।
মায়ের মুখের হাসি হয়েছো, মুছেছো বোনের জল
বাবা বলেছে ছেলেকে তখন,
‘ খোকা যুদ্ধে যাবি চল’।
হে বন্ধু তোমার প্রতি রূপ হয়তো আজ বিলুপ্ত
হয়তো আজও সাহস রয়েছে
তবু ভয় অসমাপ্ত।
কৃষ্ণচূড়ার কাব্য যেথায় তমসা হয়ে এসেছে,
হে মুজিব
তোমার একটি ডাকে সাত কোটি প্রদীপ জ্বলেছে।
অদম্য শক্তি, দেশ আসক্তি, নির্ভয় ছিল মরণ
অগণিত বার বিনা দোষে
করেছিলে কারাবরণ।
নিজের সব মায়া, ভালোবাসা, ইচ্ছা দিয়েছিলে বাংলাকে শপে
যেনো বাংলারই একটি অংশে এসেছিল বঙ্গবন্ধু রূপে।
বারবার ভেঙেছে, তবু গড়েছো, দিয়েছো আহ্বান
হে মুজিব
তোমার ত্যাগের ফসল শিশুর হাসিতে বিরাজমান।
.
ফারহানা করিম তুলি
চৌমাথা, বরিশাল।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
