বরিশালে হেরাররশ্মির বার্ষিক শিক্ষাসফর ও শিল্পী সমাবেশ

মুক্তবুলি প্রতিবেদক ।।
বরিশালের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর নৌভ্রমণ, বার্ষিক শিক্ষাসফর ও শিল্পী-অভিভাবকদের মিলনমেলা ২৩ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ভোলার বেবিল্যান্ড শিশুপার্কে দিনব্যাপী অনুষ্ঠিত এ শিক্ষা সফরে প্রধান অতিথি ছিলেন সমম্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) নির্বাহী পরিচালক আহমাদ তাওফিক।
সসাস’র সাবেক সাহিত্য সম্পাদক ও মুক্তবুলি ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক মোশাররফ মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর পরিচালক মাহাথির মহিউদ্দিন।
প্রধান আলোচক ছিলেন হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক, কবি ও গীতিকার আমিনুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সহসভাপতি মো. আবদুল হাই ও মোহাম্মদ আবদুল মান্নান, পরিচালক সাংবাদিক আযাদ আলাউদ্দীন, বরিশাল সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান তালুকদার, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক আনোয়ার হোসাইন খান, আহমদ আল আমিন, এনামুল হক, মো. কবির, সাঈদ মাহফুজ, মো. নূরনবী, সসাস’র বরিশাল অঞ্চল তত্বাবধায়ক মিফতাহ গালিব, ভোলা আলহেরা শিল্পীগোষ্ঠীর পরিচালক আবদুল মান্নান তালিব প্রমুখ।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আনন্দ বিনোদনের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন অভিনেতা আবু তৈয়ব মেসবাহ, বাকিবিল্লাহ ফেরদৌস, জহিরুল ইসলাম, নাজমুল হক, তাওহীদ, নোমান বিন ইউসুফসহ হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

শিল্পীদের পরিবেশনা

শিশুদের পরিবেশনা

পরিচালক মাহাথির মহিউদ্দিন                                    অভিনেতা আবু তৈয়ব মেসবাহ

                                             নাট্য বিভাগের কৌতুক পরিবেশনা

আরো পড়ুন

বরিশালে রেইজ প্রকল্পের মতবিনিময় সভা

মুক্তবুলি প্রতিবেদক।। কারসা ফাউন্ডেশনের উদ্যোগে রেইজ প্রকল্পের গুরু-শিষ্য কার্যক্রমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ছোট উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *