মহামানব

মোহাম্মাদ নূরুল্লাহ্

এক

আরবের মরু প্রান্তর, খরখর রোদ্দুর

তারি মাঝে জন্মিলেক, একটি গোলাপ ফুল

যার মিষ্টি গন্ধে দুনিয়া ব্যাকুল

তিনি মুহাম্মাদ রাসুল (ছাল্লাল্লাহু আলাইহি অছাল্লাম)

দুই

পিতা তার আবদুল্লাহ, মা ছিলেন আমিনা

চাচা আবু তালিব, দাদা আবদুল মুত্তালিব

আরবের অভিজাত, কুরাইশ বংশে

এসেছিলেন যিনি, আখেরী নবী হয়ে

তিনি মুহাম্মাদ রাসুল (ছাল্লাল্লাহু আলাইহি অছাল্লাম)

তিন

সৃজিত হয়েছেন যিনি, বিশ্বব্রহ্মান্ডের প্রথম

আসিলেন দুনিয়ায়, অনেক কালাতিক্রম

তিনি মুহাম্মাদ রাসুল (ছাল্লাল্লাহু আলাইহি অছাল্লাম)

চার

আরবে যখন দেখা দিল জাহেলিয়াত

কুসংস্কার শিরকী আর যত পাপ-তাপ;

দূর করেন যিনি তাওহীদের বার্তায়

তিনি মুহাম্মাদ রাসুল (ছাল্লাল্লাহু আলাইহি অছাল্লাম)

পাঁচ

খন্দক খুঁড়তে গিয়ে যিনি পেটের পাথর বাঁধিলেন

ইসলামের জন্য যিনি প্রাণ উপেক্ষিলেন

সরোয়ারে কায়েনাত আকায়ে নামদার

তাজেদার মদিনা যার উপাধি

তিনি মুহাম্মাদ রাসুল (ছাল্লাল্লাহু আলাইহি অছাল্লাম )

ছয়

যার উপরে হয়েছিল নায়িল মহাগ্রন্থ আল কুরআন

যিনি তায়েফে দিয়েছেন রক্ত, ওহুদে দান্দান-

তিনি মুহাম্মাদ রাসুল (ছাল্লাল্লাহু আলাইহি অছাল্লাম)

সাত

বিশ্ব শান্তির প্রতীক হয়ে আসিলেন যিনি ধরার বুকে

পাঠালেন যাকে রাব্বুল আলামীন বিশ্ববাসীর নেয়ামত করে-

তিনি মুহাম্মাদ রাসুল (ছাল্লাল্লাহু আলাইহি অছাল্লাম)

আট

যিনি কিয়ামত দিবসে আল্লাহর হুকুমে

করিবেন শাফায়াত, পাপী-তাপী মুসলিমের করিবেন গোনাছাপ

পিপাসায় মুসলিম যখন কাতরে অসহায় হয়ে-

হাউজে কাওছারের পেয়ালা নিয়ে আসিবেন দুহাত বাড়িয়ে

তিনি মুহাম্মাদ রাসুল (ছাল্লাল্লাহু আলাইহি অছাল্লাম)

নয়

উম্মাতি উম্মাতি বলে কাঁদিতেছেন যিনি- মদিনায় শুয়ে

তাঁর পরে দরুদ পড়গো তোমরা মুমিন-মুসলিম হয়ে

যার তরে পড়িবে দরুদ

তিনি মুহাম্মাদ রাসুল (ছাল্লাল্লাহু আলাইহি অছাল্লাম)

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

৭৫ comments

  1. সুন্দর কবিতা হইছে। আল্লাহ সুবহানাহু তায়ালা নতুন নতুন আরো লিখার তাওফিক দানকরুক।

  2. সুন্দর উপস্থাপনা, কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা পাঠ্যপুস্তকের অন্ত্ররভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।

  3. সুন্দর উপস্থাপনা, কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা পাঠ্যপুস্তকের অন্ত্ররভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।

  4. সুন্দর উপস্থাপন, কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা সিলবাসের অন্তর্ভুক্ত করা হোক।

  5. ৫ম শ্রেণি বাংলা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি।

  6. কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা সিলবাসের অন্তর্ভুক্ত করা যেতে পারে।

  7. কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা সিলবাসের অন্তর্ভুক্ত করা যুক্তিযুক্ত বলে মনে করি

  8. সুন্দর উপস্থাপন, কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা সিলবাসের অন্তর্ভুক্ত করা হোক।

  9. সুন্দর উপস্থাপনা, কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা পাঠ্যপুস্তকের অন্ত্ররভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।

  10. সুন্দর উপস্থাপন, কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা সিলবাসের অন্তর্ভুক্ত করা হোক।

  11. সুন্দর উপস্থাপন, কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা সিলবাসের অন্তর্ভুক্ত করা হোক।

  12. সুন্দর উপস্থাপন, কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা সিলবাসের অন্তর্ভুক্ত করা হোক।

  13. সুন্দর উপস্থাপন, কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা সিলবাসের অন্তর্ভুক্ত করা হোক।

  14. সুন্দর উপস্থাপন, কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা সিলবাসের অন্তর্ভুক্ত করা যেতেপারে।

  15. খুব সুন্দর হয়েছে। কবিতাটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার ব্যাপারে চিন্তা করা যেতেপারে।

  16. সুন্দর উপস্থাপন, কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা সিলবাসের অন্তর্ভুক্ত করা হোক।

  17. সুন্দর উপস্থাপনা, কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।

  18. সুন্দর উপস্থাপনা, কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।

  19. সুন্দর উপস্থাপন, কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা সিলবাসের অন্তর্ভুক্ত করা হোক।

  20. খুব ভালো লাগ্লো।কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা সিলবাসের অন্তর্ভুক্ত করা হোক।

  21. খুব ভালো লাগলো।কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা সিলবাসের অন্তর্ভুক্ত করা হোক।

  22. সুন্দর উপস্থাপন, কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা সিলবাসের অন্তর্ভুক্ত করা হোক।

  23. মুহাম্মদ মাহিদুল ইসলাম

    সুন্দর লিখেছেন। আপনার জন্য অনেক শুভকামনা।

  24. সুন্দর উপস্থাপন, কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা সিলবাসের অন্তর্ভুক্ত করা হোক।

  25. সুন্দর উপস্থাপন, কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা সিলবাসের অন্তর্ভুক্ত করা হোক।

  26. সুন্দর উপস্থাপন, কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা সিলবাসের অন্তর্ভুক্ত করা হোক।

  27. সুন্দর উপস্থাপন, কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা সিলবাসের অন্তর্ভুক্ত করা হোক।

  28. সুন্দর উপস্থাপনা, কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা পাঠ্যপুস্তকের অন্ত্ররভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।

  29. সুন্দর উপস্থাপনা, কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা পাঠ্যপুস্তকের অন্ত্ররভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।

  30. কবিতাটিকে জাতীয়ভাবে বাংলা পাঠ্যপুস্তকের অন্তভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।

  31. সুন্দর উপস্থাপন, কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা সিলবাসের অন্তর্ভুক্ত করা হোক।

  32. ৫ম শ্রেণি বাংলা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি।

  33. ৫ম শ্রেণি বাংলা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি।

  34. 5th class পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি।

  35. আলহামদুলিল্লাহ খুবই ভাল হয়েছে কবিতাটি, আল্লাহর রাসুলের জন্য প্রেম কে কবুল করুক আমিন সুম্মা আমিন

  36. আলহামদুলিল্লাহ কবিতাটি খুবই ভাল হয়েছে রাসুলের শানে, আমি আশাকরি কবিতাটি যে কোন শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকে যায়গে পেলে ভাল হতো

  37. আলহামদুলিল্লাহ কবিতাটি খুবই ভাল হয়েছে রাসুলের শানে, আমি আশাকরি কবিতাটি যে কোন শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকে যায়গা পেলে ভাল হতো

  38. কবিতাটিকে ৫ম শ্রেণির বাংলা সাহিত্যের বইতে অন্তর্ভুক্ত করা যুক্তিযুক্ত বলে মনে করি। বাংলাদেশ টেক্সট বুক বোর্ডের সম্মানিত কর্তৃপক্ষকে নজর দেয়ার অনুরোধ করছি। আস্সালামুআলাইকুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *