মানবতার সূর্য

মনির মোহাম্মদ

বিসুভিয়াসের ফুটন্ত লাভা কি দেখোনি
কিংবা কঠিন বরফ গলা হিমালয়ে?
বুকের বাম দিকটায় জলন্ত বিসুভিয়াস
হিমালয়ের ধস; সেতো সজল নয়নে!

হরকাবানের তান্ডবে কি দেখোনি
বিদ্ধস্ত বেদুঈন এর আত্মচিৎকার?
কিংবা সিডর, টাইফুনের তীব্র থাবায়
ভেসে যাওয়া অসহায়া রমনীর
সাজানো সংসার?
৭১ এ সম্ভ্রম হারা আমার লাখো
বোনদের আর্তনাদ কি তুমি শুনোনি?
কিংবা ভয়ার্ত চোখে তাকিয়ে থাকা
সিরিয়ার সেই ছোট্ট শিশুটির কান্না?

সময়ের হাত ধরে জীবনের গতিতে
যাত্রীবেসে দেখেছি শত-সহস্র বার!
দেখেছি মানবতার পরাজয় আজও
বন্দি শৃঙ্খলের বন্ধনে,
হেরে যাওয়া জীবনের ঝড়ে যাওয়া
স্বপ্নেরা ছুটে পালায়,
মানবতার সন্ধানে!

দেখো; এক দিন ভোর হবে,
মানবতার সূর্য উঁকি দিবে,
জলন্ত লাভায় ফোটবে ফুল
দিক হারা নাবিক খোঁজে নিবে কুল!

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *