রাসেল মাহমুদ ।।
আমি বলছি…..
আমাকে বুলেট দাও
বুক পেতে আছি!
পিচ ঢালাইয়ের এই সরণি
পবিত্র রক্ত স্নানের প্রতীক্ষায়।
আমি ভীরু কাপুরুষ নই
নই হিমালয় বা মহাসমুদ্র,
আমি জীর্ণ কুটিরের বঞ্চিত যুবা
তবে এক উজ্জ্বল নক্ষত্র।
আমি বলছি…..
আমাকে অধিকার দাও
দিয়েছো সাউন্ড গ্রেনেড আর টিয়ার সেল,
আমি দমে যাবার পাত্র নই
নই যুদ্ধে পলায়ন কোন মীরজাফর।
আমি শুনেছি ; দেখিনি এটাই দুর্ভাগ্য
তবে কিসের ছিলো সেই বায়ান্ন আর উনসত্তর?
আমি একুশ শতকের রাস্তায় দেখেছি
তরুণ প্রজন্মের তাজা রক্ত।
আমি বলছি…….
আমাকে গণতন্ত্র দাও
দিয়েছো লেলিয়ে রাষ্ট্রযন্ত্র
আমি শ্রীঘরবাসী, অধিকারকামী
মরবো বারবার এ জাতির জন্য।
আমি যুদ্ধের মাঠে নেপোলিয়ন নই
নই নিঃস্ব কিংবা জনসমর্থন শূণ্য
আমি গান গাই সমতা ও সাম্যের
তাই তরুণ ছাত্র সমাজ তোলে বলিষ্ঠ কন্ঠ।
আমি বলছি….
আমাকে সমতা দাও
দিয়েছো লাঠিচার্জ আর পেপার স্প্রে
আমি পিছু হটার পাত্র নই
নই হননকারী ;
রক্তে যে মিশে আছে মোর নজরুল আর মুজিব।
আমি দেখেছি এক বিপ্লবী ছাত্র সমাজ
রক্তে যাদের ছিল জ্বলন্ত অগ্নিশিখা,
আমি হলফ করে বলতে পারি
শোষকদের সস্তা বুলেটে তাদের যাবে না কিছুই করা।
আমি বলছি…..
আমাকে বৈষম্যহীন সমাজ দাও
দিয়েছো বুলেট আর মৃত্যু ;
আমি দমে যাবার নতুন প্রজন্ম নই
নই প্রভুভক্ত কিংবা পূজারি।
আমি উৎসর্গ করে নিজেকে
এনে দিবো এক নতুন ধরণি,
আমি অভাগীর ঘরের আশার আলো
এই দীপ্ত বঙ্গের রক্ষক
আমি কন্ঠ তুলবো বারবার যতক্ষণ এদেহে থাকবে প্রাণ।
আমি বলছি…..
আমি শহীদ আবু সাঈদ বলছি
যখনি দেখবে তোমার অধিকার হয় লুণ্ঠিত
দাঁড়িয়ে পড়ো বুক উঁচিয়ে আমার মতো,
ঘটাবে বায়ান্ন একাত্তর নয় এক মহাপ্লাবন
যার স্রোতে ভেসে যাবে দাপুটে
সকল অন্যায়, অবিচার আর বৈষম্য।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
