রাসুলের শানে কবিতা ‘তাঁর নাম আহমাদ (সা.)’

আল হাফিজ ।।
অমর একুশে গ্রন্থমেলা ২০২৩-এ কবি নয়ন আহমেদ ও কবি পথিক মোস্তফা রচিত রাসুলের শানে কবিতার একটি যৌথ কাব্যগ্রন্থ ‘তাঁর নাম আহমাদ [সা.]’ প্রকাশিত হয়েছে মৌমিতা বিনতে মিজান কর্তৃক পথিমিতা প্রকাশন, বরিশাল থেকে। অফসেট কাগজে ঝকঝকে ছাপা ও সুন্দর কভার ডিজাইনে প্রকাশিত এ গ্রন্থে মোট ৩২টি কবিতা সংকলিত হয়েছে। এর মধ্যে কবি নয়ন আহমেদের ১৫টি এবং কবি পথিক মোস্তফার ১৭টি কবিতা রয়েছে। এই গ্রন্থের সবগুলো কবিতাই রাসুলের [সা.] প্রসংশা ও গুনগানে রচিত হয়েছে। ৪৮ পৃষ্ঠার এ গ্রন্থটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৭৫ টাকা। গ্রন্থটির অনলাইন পরিবেশক হলো রকমারি ডট কম।
কবিতা মানুষের আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্নের কথা বলে। ধর্ম-সংস্কৃতি ও ঐতিহ্যের কথা বলে। আধ্যাত্মিক সাধনার সৌন্দর্যের কথা বলে। কবিতা মানুষের সামনে খুলে দেয় নান্দনিকতার এক অলৌকিক জগৎ। সত্য-সুন্দর-প্রেমময় ভাবনায় মানুষ ঋদ্ধ হয় কবিতার অনবদ্য ছোঁয়ায়। বিশ্বাসের বিভূতিতে উজ্জ্বল কবিতা চর্চায় মগ্ন কবি নয়ন আহমেদ ও পথিক মোস্তফা নব্বই দশক থেকে কবিতা লিখে পাঠক মনে বেশ সাড়া জাগিয়েছেন। ইতোমধ্যে তাদের কাছ থেকে অনেকগুলো কাব্যগ্রন্থ পেয়েছে কবিতার পাঠকসমাজ। তাদের কবিতায় রয়েছে অনন্ত সুন্দরের হাতছানি। অলৌকিক মায়ালোকে পরিভ্রমনের মুক্ত আহ্বান। কবিতার মধ্য দিয়ে তারা জীবনের আনন্দ ছড়িয়ে দিয়েছেন সবার মাঝে। আনন্দময় জীবন যাপনের জন্য কবিতা এক অনন্য মাধ্যম।
কবি নয়ন আহমেদের কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- ০১. অসম্ভব অহংকার, ০২. আমার বিবাহিত শব্দরা, ০৩. কিছু মেরুদণ্ডী উচ্ছাস, ০৪. এককাপ গণযোগাযোগ, ০৫. মারেফাত সিরিজ, ০৬. নাতিদীর্ঘ দুপুরের ধ্বনি, ০৭. খনিঘুম এবং ০৮. সবকিছু রোদে দেবো [ যৌথ ]। আর কবি পথিক মোস্তফার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- ০১. আলোর দরপত্র, ০২. স্বর্গ ও শূন্যতার উপাখ্যান, ০৩. তৃতীয় মঙ্গলের জন্য প্রার্থনা, ০৪. মানুষের তালিকা থেকে পথিক নামটি বাদ দিন এবং ০৫. সব কিছু রোদে দেবো [ যৌথ ]। এ ছাড়াও তার ৩টি গদ্যগ্রন্থ রয়েছে- ০১. জিহাদ মানে হত্যা নয়; মানবতা প্রতিষ্ঠার প্রচেষ্টা, ০২. বিশ্বের কতিপয় মুসলিম কবি-সাহিত্যিক-০১, ০৩. বরিশালে গণহত্যা প্রেক্ষিত: ’৭১-এর ওয়াপদা বধ্যভূমি ইত্যাদি।

কবি নয়ন আহমেদের জন্ম ১৯৭১ সালে ঝালকাঠি জেলার নলছিটিতে এবং কবি পথিক মোস্তফার জন্ম ১৯৭৮ সালে বরিশাল জেলার আগৈলঝারায়। উভয় কবিই বরিশাল বি এম কলেজ থেকে অনার্স- মাস্টার্স করে বর্তমানে অধ্যাপনা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। দীর্ঘদিন যাবত তারা সাহিত্য চর্চা করছেন, লেখালেখি তাদের ধ্যান-জ্ঞান। কবিতা, গল্প ও প্রবন্ধ লিখে তারা ইতোমধ্যে যথেষ্ট সুনাম-সুখ্যাতি কুড়িয়েছেন পাঠকদের কাছ থেকে। বিশ্বনবির প্রসংশায় রচিত ২০২৩-এর অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত ‘তাঁর নাম আহমাদ’ কাব্যগ্রন্থটিও যথেষ্ট সাড়া জাগাতে পেরেছে কবিতাপ্রেমিক পাঠিকা-পাঠক ও সাহিত্য সমালোচকদের মাঝে। আমরা ‘তাঁর নাম আহমাদ’ শীর্ষক কাব্যগ্রন্থ থেকে কিছু আকর্ষণীয় পঙক্তি পাঠকদের জন্য তুলে দিলাম-
ক. পৃথিবীর জন্য ভালোবাসার রুটি প্রস্তুত করুন।
এতিম ও আর্তজনে ছড়ান প্রশ্রয়।
ঢেলে দিন গলিত করুণা; মধুবর্ষী জীবন।
– [নয়ন আহমেদ, আমি আপনাকে ভালোবাসি, পৃষ্ঠা- ১০] খ. কোথায় বলো তোমার পায়ের ব্যথিত আঞ্জাম
মাটির শয়ানে; আমিওতো চাই বিছিয়ে দিতে বুকের শিথান।
– [পথিক মোস্তফা, আমার প্রেমের মোহাবিষ্ট নাম, পৃষ্ঠা- ৩০]

এই পঙক্তিগুলো পড়ে পাঠক মন ব্যাকুল হয়ে ওঠে বিশ্বনবির প্রেমে। এখানে পৃথিবীর মানুষের জন্য বিশ্বনবির ভালোবাসার কথা বর্ণিত হয়েছে দরদি ভাষায়। আবার এতিম ও আর্তজনের প্রতি তাঁর মমতাপূর্ণ কর্মসূচির কথাও ঘোষিত হয়েছে। এছাড়া দয়াল নবির ব্যথিত পায়ের তলায় কবি তার বুক পেতে দিতে আকুলতা জানিয়েছেন এখানে। এ রকম আবেগময় অসংখ্য পঙক্তি রয়েছে ‘তাঁর নাম আহমাদ’ নামক কাব্যগ্রন্থে। কবিতা তো আবেগেরই নান্দনিক প্রকাশ। কবি নয়ন আহমেদ ও কবি পথিক মোস্তফা সেই আবেগকে শিল্পে রূপ দিয়ে পাঠক সমাজকে মোহিত করতে সক্ষম হয়েছেন এই কাব্যগ্রন্থের মাধ্যমে। উদাহরণ হিসেবে আমরা ভালো লাগা কয়েকটি পঙক্তি পাঠকের জন্য তুলে দিলাম-

ক. যেরূপ- প্রেম হৃদয়ের জন্য অপেক্ষা করে থাকে
যেরূপ- সবুজ, ক্লোরোফিলের জন্য অবারিত থাকে
যেরূপ- পৃথিবী মানুষের জন্য সর্বংসহা হয়ে থাকে
আমি সেই রূপ মুহম্মদের হয়ে আছি।
– [নয়ন আহমেদ, আমি জিহ্বাকে ভাষাতত্ত্ব শিখিয়েছি, পৃষ্ঠা- ১২] খ. ভালোবাসার খাঁটি মধু একটি নামেই ঝরে
সব ফুলের আতরমাখা সেই নামেরই তরে।
– [পথিক মোস্তফা, মুহাম্মদ, পৃষ্ঠা- ৪৭]

কবিতা মূলত ভাষার খেলা: শব্দের মায়াবী ব্যঞ্জনা আর বাক্যের কারুকাজ। উপমা, রূপক, উৎপ্রেক্ষা, চিত্রকল্প ইত্যাদি অলংকার দিয়ে কবিগণ তাদের মনের প্রেম ঢেলে দেন কবিতার ছত্রে ছত্রে। আর এ ভাবেই তাদের স্বপ্ন ও সম্ভাবনার জৌলুশে ভরে ওঠে কবিতাপ্রেমিক পাঠকের মন। পাঠকের সেই মন আরও একটু বেশি প্রেমময় হয়ে উঠবে ‘তাঁর নাম আহমাদ’ নামক কাব্যগ্রন্থ পাঠের মধ্য দিয়ে। আলোকিত হয়ে উঠবে তাদের দরদি হৃদয়। কেননা এই দুই কবি হৃদয়ের ভাষা দিয়ে শিল্প করে তুলেছেন রাসুলপ্রেমের বাণীকে। শুধু কথা নয়, কথাকে নান্দনিক সাজে সাজিয়েছেন তারা আবেগময়তা দিয়ে। বেগ এবং আবেগের সম্মিলনে কবিতা হয়ে উঠেছে ‘তাঁর নাম আহমাদ’ শীর্ষক গ্রন্থটির লেখাগুলো। আমাদের প্রত্যাশা, কবি নয়ন আহমেদ ও কবি পথিক মোস্তফার যৌথ কাব্যগ্রন্থ ‘তাঁর নাম আহমাদ’ বোদ্ধা পাঠক ও সমালোচকদের কাছে বিশেষ ভাবে সমাদৃত হবে।##

আল হাফিজ নির্বাহী সম্পাদক, মুক্তবুলি

সাতরং সিস্টেমস, উত্তর আলেকান্দা, বরিশাল।
মোবাইল: ০১৯১৩-৪৮৫৯৪৭

আরো পড়ুন

ছয় পংক্তির কবিতার সমাহার ‘আকাশ হতে আসে আলো’

এম জাকির হোসাইন।। এনামুল খাঁন আধুনিক সময়ের একজন সত্যান্বেষী, অধম্য প্রতিবাদী ও উদীয়মান তরুন কবি। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *