মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫

শিশু 

মো. এমরান তালুকদার।।

আমি ছোট্ট শিশু- নামটি আমার মিশু।

পড়ছি আমি অ, আ- শিখছি মায়ের ভাষা।

সবাই আমায় আদর করে- দেয় যে ভালোবাসা।

লেখাপড়ায় মানুষ হবো- স্বপ্ন বুকে আশা।

দেশের জন্য করবো কাজ- হারি-জিতি নাহি লাজ

সবার সুখে হাসবো- দেশেটাকে গড়বো।

 

কবি পরিচিতি: ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ২০২৪

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *