আমিনা খানম :
১৮ ই অক্টোবর। আকাশে বাতাসে
আগমন কলধ্বনি
বঙ্গমাতার কোল জুড়ালো
রাসেল সোনামণি।
রক্ত বীজের চেতনা ছড়ালো
দেশবাসী চেয়ে রই
মুক্তির কবি বীরপ্রসু দেশে
রাসেল এলো ওই।
খুশির আমেজে ঢেকেছিল আকাশ
আনন্দের সুর তোলে
টুঙ্গিপাড়ার শ্যামল বিথীকা
স্নেহ মমতায় ভোলে।
মঙ্গল দ্বীপ জ্বাললো নিশান
বাঙালী হয়েছে চেতন
ধ্বনি-প্রতিধ্বনি চারিদিকে ছড়ালো
বিজয়ের জয় কেতন।
হৃদ মন্দিরে খুদিত তুমি
প্রবাহিত রক্তের ধারায়
লাল সবুজে অংকিত ছবি
নীল আকাশের তারায়।
কি দোষ করেছিলে তুমি
জন্মিয়ে বাংলায়
থেমেছিল সেদিন বহমান নদী
সবুজের মোহনায়।
বাংলার আকাশ নন্দিত হলো
আনন্দময়ী আলো
সূর্য তারায় ঝলমলিয়ে
হৃদয়ে প্রদ্বীপ জ্বালো।
ভয়ের চোটে ঘাতক দলে
বুলেট মারলো বুকে
তোমাকে ভালোবেসে শোকার্ত বাঙালী
পড়লো হাজারও শোকে।
ধিক্কার জানায় শকুনের দল
সীমার রূপি অভিশাপী
জগতের আলো নিভেদিলে অধম
আজীবনের জন্য পাপী।
রক্ত খেকো ওরে পাষাণ
কেমন তোদের হিয়া
সফল হতে পারিসনে হায়না
রাসেলের প্রাণ নিয়া।
সশ্রদ্ধ কৃতজ্ঞতা
করি মোরা জ্ঞাপন
১৭ কোটি বাঙালী মনে
হয়ে আছো তুমি আপন।
আমিনা খানম
সহকারী শিক্ষক
মুলাদী বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়।