সাদা বক

আফিয়া জাহিন

ঐ একটি সাদা বক
ক্ষুধায় করে ঠক্ ঠক্
কাঁচা মাছ পেলে
খায় করে কপ্ কপ্।

ঐ একটি সাদা বক
করে শুধু কক্ কক্
সাগর-নদীর তীরে, পুকুর-ঝিলের ধারে
শিকার করে ঝপ্ ঝপ্।

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *