আমাদের শোক

শাহাদাত সুফল ||

দুজনে তাঁকিয়ে দেখে আকাশের চোখ,
কারো দিকে হাসি ঝরে- কারো কি বা শোক;
নীরবে অচল দেহ বাতাসের সাথে,
দুঃখ ব্যক্ত করে পৃথিবীর রাতে।
যেদিকে দুচোখ যায়- বয়ে চলে নদী,
কান্না হাসির সখা চির নিরবধী;
জীবনের কালবেলা অবশ্য পাঠ,
নিয়মিত আহরণে পরিবার মাঠ!

অসুখী রাতের শেষে আসবে সকাল,
কালবেলা শেষ হবে চির পরকাল;
দুজনের দেখা হলে ফের আসমানে,
সুখের বিজয় হবে দুখ অবসানে।
অবশেষে চাঁদ তারা আকাশের চোখ,
পালন করবে শেষে আমাদের শোক;

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *