রবীন্দ্রনাথ মন্ডল
আষাঢ় সন্ধ্যা-বাতায়নে বসে তাকিয়ে পথের পানে,
তোমার কথাটি ভাবছি শুধুই একমনে-এক প্রাণে।
তুমি যে রয়েছো হৃদয়ে মিশে সযতনে সারাক্ষণ,
প্রিয় হে তোমার মাঝেই আমার স্বপ্নের বিচরণ।
তুমি যে আমার প্রেরণা উৎস-তুমি উৎসাহ দাতা,
তোমাকে নিয়েই শব্দমালায় সাজে কবিতার খাতা।
তোমার রূপেতে মুগ্ধ হৃদয় -দূর হয়ে যায় দুখ্,
তোমার হাসিতে খুঁজে পাই আমি পুরো পৃথিবীর সুখ।
দু’চোখে তোমার দেখি আমি ওই আকাশের উদারতা,
বুক ভরা আছে ভালোবাসা আর মনে আছে সরলতা।
আজ এ আষাঢ় সন্ধ্যা লগনে যতনে তোমার ছবি,
এঁকেছি ছন্দে শুভ্র কাগজে – হয়েছি প্রেমের কবি।
পংক্তিমালার প্রতিটি শব্দে তোমার উপস্থিতি,
প্রতিটি বর্ণ সাজিয়েছি দিয়ে হৃদয়ের প্রীতি।
শব্দকুঞ্জ, জগদীশপুর
ঝালকাঠি।
অসাধারণ কথামালায় সুন্দর প্রকাশ।
সুন্দর! ভাল লাগল!