নীলা আহমেদ ।।
এই পাড়েতে আমার বাড়ি ওই পাড়েতে তুমি
মাঝখানে এক বেতুয়া নদী ঐতিহ্যের চারণভূমি,
ওহে বন্ধু ওহে সুহৃদ ওগো আমার সখা
কার প্রতীক্ষায় বেতুয়া তীরে প্রহর গুনছো একা?
তোমার টেরিকাটা ঝাঁকড়া চুলের মাঝে
আমার হাজার স্বপন লুকিয়ে থাকে
বেতুয়া যেমন উছলে পড়ে মেঘনা আর
তেতুলিয়ার উত্তাল বাঁকে বাঁকে।
আমি হব ডিঙি নৌকা তুমি হলে মাঝি
লুকিয়ে কুড়াব শাপলা শালুক আসো যদি আজই,
নীলাকাশে উড়িয়ে দেব সবুজ সুখের ভেলা
ঘাসের ডগায় স্বচ্ছ শিশিরে প্রজাপতির খেলা।
জোছনা রাতে দেখব কেমন চাঁদের লুটোপুটি
তোমার ছোঁয়ায় দুষ্টুমি আর প্রেমের খুনসুটি,
তুমি হবে প্রেমিক লালন আমি গানের সুর
হাতটি ধরে পাড়ি দেব কোন সে অচিন পুর।
ফুল পাখিদের নাচে গানে থাকব সুখে বেশ
স্বপ্ন না কি সত্যি তা নয় কাব্য নিরুদ্দেশ,
আঁধার প্রাণ যে তোমার ছোঁয়ায় উঠল কখন হেসে
সুবাস ছড়ালে কোন মহুয়ার বেতুয়া কে ভালবেসে।