মুক্তবুলি প্রতিবেদক ।।
কবিতার ছোটকাগজ ‘অরুণিম’ এর আয়োজনে ১১ জ্যৈষ্ঠ কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উৎসব পালিত হয়েছে।
২৫ মে ২০২৩ বৃহস্পতিবার বিকেল চারটায় বরিশালের গৌরনদী শরিকল বন্দরস্থ সেবাকেন্দ্রে এ উপলক্ষে কবিতা পাঠ ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অরুণিম সম্পাদক কবি মুস্তফা হাবীবের সভাপতিত্বে এবং কবি স.ম জসিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষক এবাদুল হক, কবি কাজল বনিক, কৌশিক কির্ত্তোনীয়া , জাহিদ হোসেন, মো: শরাফ উদদীন, শিরীন হাবীব, মুনতাসির মামুন, অরূপ রায়, ইশতিয়াক আহমেদ, মনির হোসেন ও মো :রুবেল প্রমুখ। আলোচনায় কবি নজরুলের কবিতায় প্রেম ও দ্রোহের দিক ব্যাপকভাবে উঠে আসে।
কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন স্থানীয় স্কুল কলেজের ছাত্রছাত্রীবৃন্দ। আবৃত্তিকারদের মধ্যে সৃজনশীল বই বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে নজরুল সঙ্গীত পরিবেশন করে শিল্পী মনির হোসেন, রাইসা, সাদিয়া আফরোজ কনা, মাধবী চক্রবর্তী ও মৃদুলা সেন।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
