কবিতা: ইদ

নয়ন আহমেদ

.
এ এক আসঙ্গলিপ্ষু রোদ্;
লেপ্টে থাকে সর্বাঙ্গ জড়িয়ে ।
শিশুর জামার মতো;
ভোরের গালের মতো;
কোলাকুলি করে ।
.
এ আমার ইদ ।
.
বলি, তুই থেকে যাবি আমার উঠোনে ।
গাছের বাড়ির মতো;
লাল টমেটোর মতো;
বাস্তু হবি ।
.
তুই গেবের রাজহাঁস হবি ।
.
১১ জ্যৈষ্ঠ ১৪২৭
২৫ মে ২০২০

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

One comment

  1. চমৎকার ইদের কবিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *