অজয় কৃষ্ণ গোমস্তা ।। আমার দু-চোখ কেবল পৃথিবী দেখে না কেবল প্রকৃতির অপরূপ রূপ দেখে না প্রকৃতির অপরূপ লীলা দেখে না। আমার দু-চোখ শুধু স্বপ্ন দেখে অনেক কিছু দেখে অনেক কিছু ভাবে। আমার দু-চোখ স্বপ্ন দেখে কখনো ঘুমিয়ে কখনো জেগে কখনো দাঁড়িয়ে কখনো বসে কখনো বা হেঁটে হেঁটে কখনো যেতে যেতে কখনো অবসরে আমার দু-চোখ অবিরত স্বপ্ন দেখে।
সম্পূর্ণ পড়ুন