Tag Archives: করোনাকাল # ৩

কবিতা : করোনাকাল # ৩

খৈয়াম আজাদ এই যে তুমি তাকিয়ে চলে যাও এমনতো হবার কথা ছিলোনা। দেখো পৃথিবী আজ কতো সুন্দর বাতাসে শিসার গন্ধ নেই। মেঘ মুক্ত আকাশে তারার ঝিলিক পাহাড়ে শান্তির বাতাস সমুদ্রে খেলা করে ডলফিন। উন্মাতাল এই মহুয়া সময়ে কেন তুমি তাকিয়ে চলে যাও; তোমার তীক্ষ্ণ চাহুনির শরাহত হৃদয়ে ভয়াবহ যন্ত্রণা… এই তীর তুমি কবে সরাবে কবে মুছে দিবে ক্ষত। আহত বুকে …

সম্পূর্ণ পড়ুন