আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার ধ্বংস সম্পর্কে পণ্ডিত জওহরলাল নেহরু বলেন, কথিত আছে আরবগণই আলেকজান্দ্রিয়া নগরীর প্রসিদ্ধ লাইব্রেরি পুড়িয়ে ফেলেছিল; কিন্তু সেটা মিথ্যা বলেই লোকের ধারণা। কেননা, বইপুস্তকের কদর তারাও ভালো জানত; সুতরাং ঐরূপ বর্বরোচিত কাজ নিশ্চয়ই তারা করেনি। সম্ভবত কনস্টান্টিনোপলের সম্রাট থিওডসিয়াস্ এই ধ্বংসকার্যের জন্য দায়ী। অবশ্য লাইব্রেরির এক অংশ অনেক আগে জুলিয়াস সিজারের আমলে নষ্ট করা হয়েছিল। থিওডসিয়াস ছিলেন একজন ধর্মনিষ্ঠ …
সম্পূর্ণ পড়ুন