আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার ধ্বংস করেন খ্রিস্টান শাসক থিওডসিয়াস

আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার ধ্বংস সম্পর্কে পণ্ডিত জওহরলাল নেহরু বলেন,
কথিত আছে আরবগণই আলেকজান্দ্রিয়া নগরীর প্রসিদ্ধ লাইব্রেরি পুড়িয়ে ফেলেছিল; কিন্তু সেটা মিথ্যা বলেই লোকের ধারণা। কেননা, বইপুস্তকের কদর তারাও ভালো জানত; সুতরাং ঐরূপ বর্বরোচিত কাজ নিশ্চয়ই তারা করেনি। সম্ভবত কনস্টান্টিনোপলের সম্রাট থিওডসিয়াস্ এই ধ্বংসকার্যের জন্য দায়ী। অবশ্য লাইব্রেরির এক অংশ অনেক আগে জুলিয়াস সিজারের আমলে নষ্ট করা হয়েছিল। থিওডসিয়াস ছিলেন একজন ধর্মনিষ্ঠ খ্রিস্টান। গ্রিক পুরান, দর্শন ইত্যাদি বিষয়ক গ্রন্থাদি তিনি মোটেই পছন্দ করতেন না। কথিত আছে, তিনি ঐ সমস্ত পুস্তক পুড়িয়ে গোসলের পানি গরম করতেন।
[জওহলাল নেহরু: বিশ্ব-ইতিহাস প্রসঙ্গ (গ্লিম্পসেস অব ওয়ার্ল্ড হিস্টরি এর তরযমা), আনন্দ পাবলিশার্স, ৪৫ বেনিয়াটোলা লেন, কলকাতা ০০৯, নবম মুদ্রণ, জুন ২০১৬, পৃষ্ঠা ১৩২]

অতএব ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার বরবাদ করেন খ্রিস্টান ধর্মান্ধ শাসক থিওডসিয়াস। অথচ সেকুলারবাদীরা এর দায়ভার উমার রা. এর ওপর চাপানোর ব্যর্থ কোশেশ করছে।

আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার ছবি এর ছবির ফলাফল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *