এস এম ফকরুল রিয়াজ ||
নতুন বছরের আগমন
সবাইকে জানাই স্বাগতম।
একা একা বসে বসে,
দেখ সবাই হিসেব কষে।
তিনশত পয়ষট্টি দিন খরচ করে,
কি পেয়েছো বছর শেষে।
নতুন বছরে এসেছি সবে,
পাপী না নেককারের বেশে।
অনেকেইতো পুরোনো ঘর পাল্টায়
পুরোনো পোশাক পাল্টায়
এভাবেই পুরনোকে পাল্টিয়ে
নতুন তৃপ্তি উপভোগ করে
কিন্তু আমরা পুরোনো বছরে যেমন ছিলাম
নতুন বছরে নিজেকে পাল্টিয়েছি কি?
তবেই আমাদের প্রকৃত তৃপ্তি অনুভব হবে।
কারণ যার গত কালের থেকে
আজকের দিনটি উত্তম হলো না তার ধ্বংস।
আমরা কি পেরেছি এমনটা,
নিজেদের ধ্বংস থেকে বাচাতে ?
না পারলে নতুন বছরে নিজেদেরকে ধ্বংস থেকে রক্ষা করি।
ক্ষমা চাই সবে পিছনের দিনগুলোর
সকল জানা অজানা পাপকর্মে।
পন করে নতুন বছরে সাহায্য চাই
তোমার কাছে প্রভু এই মর্মে
জীবন সাজাবো তোমার দ্বীনের কর্মে।