নতুন বছর

এস এম ফকরুল রিয়াজ ||
নতুন বছরের আগমন
সবাইকে জানাই স্বাগতম।
একা একা বসে বসে,
দেখ সবাই হিসেব কষে।
তিনশত পয়ষট্টি দিন খরচ করে,
কি পেয়েছো বছর শেষে।
নতুন বছরে এসেছি সবে,
পাপী না নেককারের বেশে।
অনেকেইতো পুরোনো ঘর পাল্টায়
পুরোনো পোশাক পাল্টায়
এভাবেই পুরনোকে পাল্টিয়ে
নতুন তৃপ্তি উপভোগ করে
কিন্তু আমরা পুরোনো বছরে যেমন ছিলাম
নতুন বছরে নিজেকে পাল্টিয়েছি কি?
তবেই আমাদের প্রকৃত তৃপ্তি অনুভব হবে।
কারণ যার গত কালের থেকে
আজকের দিনটি উত্তম হলো না তার ধ্বংস।
আমরা কি পেরেছি এমনটা,
নিজেদের ধ্বংস থেকে বাচাতে ?
না পারলে নতুন বছরে নিজেদেরকে ধ্বংস থেকে রক্ষা করি।
ক্ষমা চাই সবে পিছনের দিনগুলোর
সকল জানা অজানা পাপকর্মে।
পন করে নতুন বছরে সাহায্য চাই
তোমার কাছে প্রভু এই মর্মে
জীবন সাজাবো তোমার দ্বীনের কর্মে।

নতুন বছর

 মোশাররফ হোসেন

নতুন বছর নতুন জীবন
নতুন পথে প্রথম চলন
নতুন কুড়ি নতুন ফুল
নতুন শপথ নতুন ভুল।

নতুন স্কুল নতুন বই
নতুন ক্লাস নতুন সই
নতুন পেন্সিল নতুন খাতা
নতুন তরু নতুন পাতা।

নতুন স্যার নতুন আদেশ
মেনে চলো সকল নির্দেশ।
নতুন কলম নতুন লেখা
আছে বাকি অনেক শেখা।

নতুন সকাল নতুন রোদ
সকল ঋণ করবো শোধ
নতুন সুখ নতুন হাসি
নতুন সুরে বাজে বাঁশি।

নতুন খেলা নতুন জয়
দুর করিব সকল ভয়
নতুন ভাবে করবো শুরু
দোয়া দিবেন সকল গুরু।

৩১/১২/১৭

মোশাররফ হোসেন : ছড়াকার, গল্পকার, গীতিকার