বিজয়ী বীর বখতিয়ার খলজি তখন গৌড় বাংলা শাসন করছেন। রাজা লক্ষণ সেন পালিয়ে গেছেন বিক্রমপুরে। মুসলমানদের শাসনে রাজ্যের হিন্দু বৌদ্ধসহ সকল প্রজা বেশ সুখেই আছে। রাজ্যের সুখের খবর চাপা থাকল না। সর্বত্র সুখের খবর ছড়িয়ে গেল। পৌছল রাজা লক্ষণ সেনের কানে। রাজমাতা শুনলেন, রানি শুনলেন। নিতান্ত অবিশ্বাসের মাঝেও বিশ্বাস করতে বাধ্য হলেন। এরই মধ্যে বিশ^স্ত প্রমাণও তাঁরা পেয়েছেন। বিশ্বাস …
সম্পূর্ণ পড়ুন