বিলকিস আক্তার ।। ‘গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রিশ্চান।’ ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।’ নাই দেশ-কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। কবি বলেছেন-‘এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই।’ ‘কারো মনে তুমি দিয়োনা আঘাত/সে আঘাত লাগে কাবার ঘরে/ মানুষেরে তুমি …
সম্পূর্ণ পড়ুন