নয়ন আহমেদ যে চায় পবিত্রতা যে চায় গোলাপের মতো পার্থিবতা; সে আসুক পাপ ধুয়ে ধুয়ে- সে আজ জায়নামাজে হৃদয় বিছাক আত্মাকে মেলে দিক অন্তহীন আকাশের বুকে। পাপ চাষ করে করে যার কেটেছে সময় বয়ে গেছে যার সোনার যৌবন; সে আসুক ক্ষমার উপঢৌকন শুনে শুনে উজ্জ্বল হবে তার এই সংসার; আলোময় হবে। যে চায় পবিত্রতা যে চায় পাকা আমের মতোন মিষ্টি …
সম্পূর্ণ পড়ুন