শোকাবহ স্মৃতি

হেলেন রহমান

১৫ আগস্ট ১৯৭৫
এক শোকাবহ স্মৃতি
ইতিহাসের সর্বোচ্চ ক্ষতি
কিনেছিল বাঙালি
নির্বুদ্ধিতার দামে।
শেখ মুজিবু রহমান
এক অনন্য নাম!
এমন নেতা আর হয়ত
জন্মাবে না এ বাংলাতে আর।
জাতির জনক বঙ্গবন্ধুকে
নয় শুধু
বেগম মুজিব, শেখ কামাল
শেখ জামাল, শেখ রাসেল
নয় বছর বয়সের
কাউকে ছাড় দেয়নি
নির্মম, বর্বর ঘাতকেরা।
শেখ আবু নাসের
সুলতানা কামাল খুকু
পারভীন জামার রোজী
আবদুর রব সেরনিয়াবাত
শেখ ফজলুল হক মনি
বেগম আরজু মনি
কর্ণেল জামিলউদ্দিন আহমেদ
বেবী সেরনিয়াবাত
আরিফ সেরনিয়াবাদ
সুকান্ত আব্দুলালাহ বাবু
যার বয়স মাত্র চার বছর
তাছাড়া শহীদ সেরনিয়াবাত

আবদুল নঈম খান রিন্টুকে
ঘাতকেরা নির্মমভাবে হত্যা করল
ছাড়েনি কিছু।
এমন ক্ষতি ইতিহাসে বিরল ঘটনা
কি করল হায়নারা।
বঙ্গবন্ধুকে কি মুছে ফেলা
এতই সহজ এ বাংলা থেকে?
তাঁর মত মহান ও অপ্রতিদ্বন্দ্বী নেতা
বিশ্বে বিরল
মেনে নেয়া যায় না আজও
এমন ক্ষতির প্রখরতা।
যাঁর নেতৃত্বে পেলাম আমরা
স্বাধীনতা তাঁর এমন প্রাপ্তি!
কখনও ইতিহাস পারবে না
করতে পূরণ এমন ক্ষতি!