মাহমুদ ইউসুফ।। মানব জাতির উৎপত্তি একক থেকে। সব মানুষ একই উৎস থেকে উৎসারিত। সৃষ্টির সূচনায় মানবজাতিকে এক গোষ্ঠীতে পয়দা করা হয়। মহাপ্লাবনে খোদাদ্রোহীরা সমূলে বিনাশ প্রাপ্ত হয়। অতঃপর নুহের অনুগামীরা পৃথিবীর বিভিন্ন এলাকায় ঠিকানা স্থাপন করেন। যেসব অঞ্চলে তাঁরা যাত্রাবিরতি করেন বা গমন করেন, সেসব অঞ্চলের নাম তাঁদের নামানুসারে রাখা হয়। এভাবেই সৃষ্টি হয় পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠী ও দেশ। …
সম্পূর্ণ পড়ুন