জাহিদুল ইসলাম পলাশ . গগন বিদীর্ণ তড়িৎ ফোয়ারায়, ঝুমঘন অন্ধকারে ক্ষণিক আশা, প্রদীপ নিভু নিভু ক্ষীণ আলো, দূর করতে অক্ষম কুটিল তমসা। তীব্র ঝড়ে দাঁড় কাঁপে বেশ, বারিবাণে ধ্বংসের দ্বারদেশ। পর্বতসম ঢেউয়ে বিচলিত হয়নি ; তব নাবিক পথ হারায়নি। . যাত্রীরা কেউ বীরদর্পে, মশাল তুলে নেয় হাতে, কেউ ভীষণ ত্রস্ত, কন্ঠ মুখরিত জপ, কেউ মোহ তন্দ্রায়, মদ্যপানে শুধায়, ঝড় তো …
সম্পূর্ণ পড়ুন