মাহমুদ ইউসুফ পলাশির আম্র কাননে স্বাধীনতা সূর্য অস্তমিত হয় অষ্টাদশ শতাব্দীর মধ্যগগনে। হানাদার ইউরোপীয়রা ভারতবর্ষের ভাগ্য বিধাতার আসনে অবতীর্ণ হয়। ব্রিটিশ সরকার বিজয়ের স্মারক হিসেবে ১৮৮৩ সালে পলাশিতে নির্মাণ করে মনুমেন্ট। এই স্তম্ভ ইংরেজদের নির্মিত বিজয়স্তম্ভ। তাদের বিজয়গৌরবকীর্তির পাশেই পশ্চিমবঙ্গ সরকারের পুরাকীর্তি রক্ষণ সংক্রান্ত নির্দেশনামা বা সাবধানবাণী। যেখানে লেখা ‘এই মনুমেন্ট আমাদের জাতীয় সম্পত্তি। একে রক্ষা করার দায়িত্ব আপনার, আমার …
সম্পূর্ণ পড়ুন