আকাশ ছোঁয়া স্বপ্ন

সাদিকুননাহার ইলমা
.
ইটের শহর, এ শহর বড্ড অচেনা;
পরিবেশটাও বেশ কোলাহল পূর্ণ, শত মানুষের ভীড়।
যান্ত্রিক আওয়াজ যেন শ্রবণশক্তি কেড়ে নেয়;
অবশেষে যান্ত্রিক মোটর থেকে নামলাম,
হাতে আমার স্নাতক সনদপত্র; যাচ্ছি আমার গন্তব্যে
দালানের কক্ষের নির্জীব মানুষগুলো অবাক চোখে আমায় দেখছে।
.
অবশ্য, আমি ছোট্ট গাঁয়ের সাধারণ এক ছেলে;
সাদামাটা বেশে থাকতেই আমি বেশি স্বাচ্ছন্দ বোধ করি ।
এ শহরের সাহেবরা খুব দামী, তাদের সাথে আমি চলনসই না;
এমন কথাও শুনেছি আশেপাশে, তাতে কি?
আমার তো স্নাতক সনদপত্র আছে।
.
কনফারেন্স রুম, সম্মানীয় ব্যক্তিবর্গ বসে আছেন আমার জন্য;
ঠিক আমার জন্য না, আমাকে যাচাই করবেন তাই।
গোটা-কয়েক প্রশ্নের পর বললেন, আপনার কোনো মিনিস্ট্রান্ট আছে?
–নাহ স্যার।
–আপনি এখন আসতে পারেন।
বুঝে নিয়েছিলাম আমার স্বপ্ন পূরণ হবে না;
এ শহর সাহেবদের, আমি তো উচ্ছিষ্ট।
তাই এখন হতাশা ঘিরে ধরেছে আমাকে;
কিন্তু স্বপ্ন ছিলো আমার আকাশ ছোঁয়া।
.
.
.
নোট: কবিতায় ব্যবহৃত ছবিটি প্রতিকী

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *