কখন যে

এম টি সাবিহা

কখন যে সকাল হলো
টের পাইনি –
শিউলি ফুলগুলো
ঝরে আছে উঠোন জুড়ে,
কুড়াবার অপেক্ষা;
কখন যে সকাল হলো
টের পাইনি –
জীবন থেকে কতকগুলো
বছর চলে গেলো,
শুধু বয়ে গেলো ক্যালেন্ডারের পাতা
অজানা কোন আশায়,
আজো তোমার প্রতীক্ষায় ,
জানালার গ্রীল ধরে
শেষ চলে যাওয়ার পথের পানে!

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *