টাকাটা দিন ভাই

এম ইলিয়াস তুহিন ।।
.
আমরা জানি, যাকাত মানে
কয়টা কাপড়, শাড়ি।
বড় সাহেব যাকাত দেন
চড়ে মস্ত বড় গাড়ি।
.
যাকাতের জন্য দাঁড়িয়ে
গরিব হয় ক্লিষ্ট,
অতিরিক্ত ভীড়ের চাপে
কেউবা হয় পিষ্ট।
.
সবাই ট্রাক ভরে কাপড় আনে
যাকাত দেওয়ার জন্য,
এত কাপড় করবটা কী?
পেটে যে নাই অন্ন।
.
যাদের উপর যাকাত ফরজ,
পুরোটা কি দেয়?
নাকি কয়টা পোশাক দিয়েই
নাম কামিয়ে নেয়?
.
যারা নিয়মিত যাকাত দেয়,
তাদের কাছে চাই।
এত কাপড় না দিয়ে
টাকাটা দিন ভাই।
.
সব ধনীই দিয়ে যায়
লুঙ্গি আর শাড়ি।
এত কাপড়ে হবেটা কী?
খাবার নাই যে বাড়ি!
.
মোট সম্পদের আড়াইশতাংশ
হলো যাকাতের অংশ,
সকল ধনীই যাকাত দিলে
থাকেনা গরিবের বংশ।
.
পরিপূর্ণ যাকাত আদায়
না করলে তুমি,
এক সময় জাহান্নামই
হবে আবাসভূমি।
.
এম ইলিয়াস তুহিন
মিডিয়া ও যোগাযোগ সম্পাদক
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সাহিত্য পরিষদ
(কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি)

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *