তব নামটি হৃদে

বিজন বেপারী ।।
.
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
গরীব দুখীর বন্ধু,
তাইতো তুমি চির অম্লান
বিশ্বের বঙ্গবন্ধু।
.
পদ্মা, মেঘনা, যমুনা, গৌরি
বহমান আপন বেগে,
বাঙালি জাতি ধারণ করেছে
তব নামটি হৃদে।
.
বাংলার জল বাংলার পাখি
আজ‌ও খুঁজে ফেরে,
সেতো আর কেউ নয়
সবার বন্ধু সে যে।
.
বিজন বেপারী
সহকারী শিক্ষক, ঝালকাঠি।

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *