মরিয়ম বিনতে আজাদ
.
এক অনিন্দ্য সুন্দর প্রত্যাবর্তনের আশায় চোখ বুঁজি।
ক্ষয়িষ্ণু রাতের কাতরতা নির্লিপ্ত হয়ে আসে,
সূর্যের সোনালী আঁচ আঁখি- পল্লবের তন্দ্রাহরণ করে।
তাজা ফুলের ঘ্রাণে মৌ মৌ করে সারা ঘর।
অজানা পুলকে হৃদয়ে জাগে নিদারুণ স্পন্দন।
আমি দেখি, শিশির সিক্ত জানালার গ্লাস!
ক্ষুধার্ত কাকের শান্ত শীতল চোখ!
ধ্রুব অরণ্যের জন্য বুক পেতেছে ঘাসের চাদর!
আমি দেখি, রঙ্গিন শাড়ির আঁচল বিছিয়েছে পৃথিবী!
মৃত নগরী ফিরে পেয়েছে দৃশ্যমান প্রাণ!
আঁধারের দেয়াল ভেঙ্গে আলোর হাসি!
অহোরাত্রি আমি সুন্দর প্রত্যাবর্তনের স্বপ্নে নিমগ্ন- বিভোর !