নয়ন আহমেদ
.
এসো, উঠোনে রোপণ করি কতিপয় ঢেউ;
এসো, উঠোনে রোপণ করি একগুচ্ছ আকাঙ্ক্ষার চারা;
এসো, উঠোনে রোপণ করি সবুজ বাতাস;
এসো, উঠোনে রোপণ করি এককাপ প্রেম;
এসো, উঠোনে রোপণ করি একথালা সূর্যের ভাষা।
.
উঠোনে রোপণ করি ধান-নদী-খালঘেরা একটা বরিশাল।
.
২৫ জ্যৈষ্ঠ ১৪২৭
৯ জুন ২০২০
আরো পড়ুন
বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে
নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …