শীতের কাঁকন

সাব্বির আলম বাবু
কুয়াশার ধুসর চাদর জড়িয়ে হে শীতের বুড়ি
কেনো তোমার কনকনে শীতল হাতের কাঁকন নাড়ো?
কখনো তোমাকে ছুঁয়ে বয়ে যায় নবান্নের ঘনঘটা,
চারিদিকে হৈ-হুল্লোড়ে চলে অগ্রহায়নের ধানকাটা।
.
আবার কখনো স্নেহময়ী মায়ের মতো
পীঠা-পায়েসের ঢালি সাজিয়ে ধরো মোদের সম্মুখে।
সোনালী ধানের মৌ মৌ গন্ধে ভরে দাও তুমি
কৃষানের গোলা, মুখের মধুর হাসি।
.
আবার কখনো তুমি মাতৃস্নেহে
ঢেকে দাও সবাইকে কুয়াশার চাদরে,
তোমার অভিমানের অতিশায্যে
ভারী গরম কাপড়, আগুনের উত্তাপ নিয়েও
রেহাই পায় না ‘পথশিশু’ নামক অবাঞ্ছিতরা।

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

One comment

  1. চমৎকার লেখনী। শুভেচ্ছা জানাই কবি সাব্বির আলমকে। সেই সঙ্গে লেখক সৃষ্টির জন্য মুক্তবুলির সম্পাদক আযাদ আলাউদ্দিন ভাইকে হৃদয় গোলাপ শুভেচ্ছা রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *