অভিশাপ থেকে মুক্তি

মোঃ রাজিব হুমায়ুন ।।
.
ফুটবল আর ক্রিকেট খেলা
জমতো মাঠে মাঠে,
সবাই ছিল মনোযোগী
নিয়মিত পাঠে।
.
এন্ড্রয়েডের ছোঁয়া পেয়ে
মাঠের খেলা ভুলে-
পড়ালেখায় নেই মনোযোগ
রাখলো শিকেয় তুলে।
.
টিকটক আর পাবজি এলো
ফ্রি ফায়ারও দেশে,
মোবাইল সেটে ব‍্যস্ত থেকে
রুক্ষ মেজাজ শেষে!
.
বন্ধ হলে পাবজি খেলা,
ফ্রি ফায়ারও সাথে,
টিকটকেরও বিদায় হলে
সরকারেরই হাতে;
.
জমবে খেলা আগের মতো
পড়ন্ত বিকেলে,
বিনোদনে কাটবে বেলা
প্রাণের ক্রিকেট খেলে।
.
হও সচেতন অভিভাবক
সন্তানেরই প্রতি,
শিক্ষা নিয়ে গড়বে জাতি
আর হবে না ক্ষতি।
.
.
মোঃ রাজিব হুমায়ুন
সহকারী শিক্ষক
লাড়ুচো সরকারি প্রাথমিক বিদ‍্যালয়
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।

আরো পড়ুন

কবি মুস্তফা হাবীবের কাব্যগ্রন্থ ‘সমর্পিত এই আমি’

কামরুল আহসান ।। আশির দশকের শক্তিমান জনপ্রিয়  কবি মুস্তফা হাবীব এর সর্বশেষ কাব্যগ্রন্থ ‘সমর্পিত এই আমি’। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *