আসতেই হবে ফিরে

হেলেন রহমান
.
খুব চেনা মুখ
ভালোবাসার তাগিদে যে ছিলো
অতীত দিনে খুব আপন,কাছের
হঠাৎ সে কেমনে পর হয়ে যায়
ভাবছি মৌনতায় বিস্ময় লয়ে।
কখনও তার সাথে
পরিচয়ের আকাশ ঢাকবে
অমানিশার কালো মেঘে
স্বপ্নে ওকভু সেকথা ভাবিনি।
আমি তাকে যতটা ভালোবেসেছি
সে জানত এবং বুঝত তার সীমানা
আমিও বুঝতাম- সেও বুঝি
আমায় খুব অনুভব করে
আজ দেখি পথচলাতে
আমার আন্তরিকতা সত্য হলেও
তার আকুতি,অনুভূতি
সবটুকুই যেন মিথ্যে,
আজ কতটা দিন হয়ে গেল
সে আসে না ছায়া
ফেলতে আমার আঙিনায়।
তবে একথা চিরসত্য
ক্ষণিক ভুলে থাকলেও
সে আমায়- ততটা দূরে
পারবে না হারাতে,
আসতেই হবে ফিরে
আমার চেনা ভুবনে তাকে
কেননা সত্য ভালোবাসা চিরসুন্দর!
পবিত্রতার মায়ার অনেক শক্তি!!

আরো পড়ুন

শিশু 

মো. এমরান তালুকদার।। আমি ছোট্ট শিশু- নামটি আমার মিশু। পড়ছি আমি অ, আ- শিখছি মায়ের ভাষা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *