মুক্তবুলি প্রতিবেদক।।
জাতীয় দৈনিকে কর্মরত বরিশালের ব্যুরো চিফদের সংগঠন ‘ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন’র (এনডিবিএ) সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে সমুদ্র সৈকত কুয়াকাটার হোটেল ড্রিম প্যালেসের হল রুমে সংগঠনের সভাপতি পুলক চ্যাটার্জির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিনের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় অধিবেশনে দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে সকল সদস্যের উম্মুক্ত আলোচনার জন্য আহবান করেন সংগঠনের সাধারণ সম্পাদক।
এসময় দীর্ঘ আলোচনা ও সকলের মতামতের ভিত্তিতে কন্ঠ ভোটে দুই বছরের জন্য ১৯ সদস্যের কার্যকরি কমিটি গঠন করা হয়।
পরে সম্মেলনের আমন্ত্রিত অতিথি বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মতবাদের সম্পাদক এস এম জাকির হোসেন নতুন কমিটি ঘোষণা করেন।
সভাপতি মনোনীত হন দ্যা ডেইলি মেসেঞ্জার’র বরিশালের ব্যুরো চিফ পুলক চ্যাটার্জি ও সাধারণ সম্পাদক মনোনীত হন দৈনিক যুগান্তরের ব্যুরো চিফ আকতার ফারুক শাহিন।
সিনিয়র সহসভাপতি হন মানবজমিনের ব্যুরো চিফ জিয়া শাহীন, সহ-সভাপতি জনকণ্ঠের খোকন আহমেদ হীরা, যুগ্ম সাধারণ সম্পাদক নয়া দিগন্তের আযাদ আলাউদ্দীন ও বণিক বার্তার এম মিরাজ হোসাইন, সাংগঠনিক সম্পাদ আজকের পত্রিকা’র খান রফিক, কোষাধ্যক্ষ সমকালের সুমন চৌধুরী, দপ্তর সম্পাদক আমাদের সময়’র আল মামুন, প্রচার সম্পাদক যায়যায়দিন’র আরিফ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক যুগান্তরের সাইদ পান্থ।
কার্যকরি কমিটির সদস্যরা হলেন- দ্যা ডেইলি স্টারের সুশান্ত ঘোষ, প্রথম আলোর এম জসিম উদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের রাহাত খান, কালের কন্ঠের রফিকুল ইসলাম, ইত্তেফাকের শাহিন হাফিজ, খবরের কাগজের মঈনুল ইসলাম সবুজ ও কালবেলার আরিফিন তুষার।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
