এলো রহমের বৃষ্টি

এ।ম এ।ই।চ মু।ন্না

রহমের মাস এলো মহিয়ান
কালিমা ঘুঁচাতে হও আগুয়ান
মহা সুযোগ এল ঈমান চাষের
পিপাসা মিটায় সে দেহ মনের।

সিয়াম নিয়ে এলো রহমের বৃষ্টি
জান্নাতি সুরে হাসে মুমিনের দৃষ্টি
বরকত জুড়ে থাকে সকল কাজে
মাগফেরাতের রঙে মনন সাজে।

তাকওয়ার মাস এলো শিখনের
বারো মাস পথ চলা সহজের
রোযা হলো এক মহা তলোয়ার
দিনের বেলা কেউ করো না আহার।

রমযান আল্লাহর বড় নেয়ামত
ফজিলত পাবে কঠিন কেয়ামত
রমযানের পুরস্কার মহান রব্বুল
নিজেই দিবেন তুমি হলে কবুল।

নাজাত পেতে কাঁদো ক্বদর রাতি
প্রভুর রাহে ঢালো জীবনবাতি
যতই পাপ থাকুক তোমার হৃদয়
ক্ষমা করে দিবেন প্রভু দয়াময়।

২২/০৩/২০১৮

আরো পড়ুন

শিশু 

মো. এমরান তালুকদার।। আমি ছোট্ট শিশু- নামটি আমার মিশু। পড়ছি আমি অ, আ- শিখছি মায়ের ভাষা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *