আব্দুল্লাহ আল নোমান
যদি বাঁচি দেখা হবে ভিন্ন মাত্রায় চলতে,
চুকিয়ে সব পাপকর্ম সত্যকথা বলতে।
যদি বাঁচি দেখতে পাবে হাতে হাত রাখতে ,
জগৎকে সুন্দর করে সবাইকে নিয়ে বাঁচতে।
যদি বাঁচি দেখা পাবে মানবিকতায় ঝুঁকতে,
সকল প্রকার ত্রাণ চোরকে একত্রে রুখতে।
যদি বাঁচি, সবাই বাঁচি, ভালোবাসা খুঁজতে,
দাম্ভিকতা ছেড়ে দিয়ে অন্যকে বুঝতে।
আব্দুল্লাহ আল নোমান
সহকারী শিক্ষক,
টবগী রাস্তার মাথা শরীফিয়া দাখিল মাদরাসা
বোরহানউদ্দিন, ভোলা।
|
|
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.

ভালো লাগল।