কামরুল আহসান ।।
আশির দশকের শক্তিমান জনপ্রিয় কবি মুস্তফা হাবীব এর সর্বশেষ কাব্যগ্রন্থ ‘সমর্পিত এই আমি’। গ্রন্থে সর্বমোট ছাপ্পান্নটি কবিতা রয়েছে। অধিকাংশ কবিতাই নিজের বিশ্বাস ও স্রষ্টার প্রতি আনুগত্য প্রদর্শনের সহজ সরল শব্দে গাঁথা এক একটি মণিহার।যুদ্ধে পরাজিত সৈনিক বিজয়ী সৈনিকের জীবন আত্মারক্ষার জন্য আত্মসমর্পণ করে। আবার সমাজের প্রভাবশালী ব্যক্তির আজ্ঞাবহ – অধীনতা মেনে সাধারণ মানুষও দিনযাপন করেন। অর্থাৎ পৃথিবীর সর্বত্র সব মানুষই অপেক্ষাকৃত প্রভাবশালীর কাছে সমর্পিত।
কবি মুস্তফা হাবীব কবিতার ভেতরে তার চারিত্রিক বৈশিষ্ট্য উন্মোচন করেছেন নিজকে মহামহিম স্রষ্টার কাছে সমর্পণ করে। তিনি সমর্পিত একমাত্র স্রষ্টার কাছেই, অন্য কোনো সৃষ্টির কাছে সমর্পিত নন। ব্যক্তিগত জীবনে তিনি সংগ্রামী, প্রতিবাদী। কাব্যিক ভঙ্গিমায় তিনি সত্যের জয়গান করেন দৃঢ় চিত্তে । মানুষদ্বৈত্য তথা স্বৈরাচারের অধীনতা অস্বীকার করেন, যেমন কবিতায় তেমনি বাস্তবে। সংক্ষেপে কিছু উপমা- উদাহরণ দিয়ে কবিতা পাঠকের দৃষ্টি আকর্ষণ করছি। কবি ‘সমর্পিত এই আমি’ কবিতায় মহান স্রষ্টার শ্রেষ্ঠত্ব প্রকাশ করেন —
‘এমন কোনো ঐশ্বর্য নেই আমার বসুন্ধরার কোথাও
যার গৌরবে বাড়াতে পারি একতিল ঝরাপাতার সৌরভ ‘।
অযথা
‘কারো সাধ্য নেই ক্ষণকাল আমাকে বাঁচায়
তুমি অনন্ত অপার, সমর্পিত আমি তোমার কাছেই ‘।
পরম স্রষ্টার একমাত্র দোস্ত হযরত মুহম্মদ ( স : ) কে নিয়ে কবিতায় কবি অকপটে স্বীকার করেন,
‘ তাঁর আদর্শই আমাদের জীবনাদর্শ
তাঁর সুপারিশে পাড় হব অন্তহীন আগুন সমুদ্র
কে তিনি! তিনি সবার পরমজন হযরত মুহম্মদ মুস্তফা ‘।
এ গ্রন্থে আরো কিছু অন্যরকম কবিতা রয়েছে যা পাঠককে সত্যিকার অর্থেই ইতিবাচক মনোভাব সৃষ্টিতে সহায়ক হবে।
‘সত্যের আলপথ ‘ শিরোনামের কবিতায় বিধৃত হয়েছে পতিত স্বৈরশাসকের বিপক্ষে বিরূপ মনোভাব। তিনি জন্মভূমিকে ভালোবাসেন এবং ভালোবাসেন বলেই স্রষ্টাকে স্মরণ করেন এবং তার কাছে সাহায্য প্রার্থনা করেন —
‘বিশ্বাস করি তিনি আমাকে ফেরাবেন না শূণ্য হাতে
সনাতন ধারা ভেঙে গড়ে দেবেন সত্যের আলপথ।
থামবে গুমখুনে সন্তানহারা মায়ের বির্ণ আঁখিলোর
হাসবে আকাশ, হাসবে মানুষ, হাসবে বাংলাদেশ। ‘
কবি মুস্তফা হাবীব সব অপরাধের জন্য একমাত্র স্রষ্টার কাছে ক্ষমা চান। কবিতায় প্রদর্শিত তার বিশ্বাস চেতনা – আশা আকাঙ্ক্ষা একমাত্র স্রষ্টার স্মরণেই। তিনি পৃথিবীর অন্য কারো কাছে পরাধীন নন। তাই কবিকে এবং কবির কবিতা আমার এতো ভালো লাগে! আশাকরি ধর্মপ্রাণ সত্যসন্ধানী সকল কবিতা পাঠকের কাছে ভালো লাগবে।
আমি গ্রন্থটির সর্বাধিক প্রচারের পাশাপাশি কবির সুস্বাস্থ্য ও সাফল্য সমৃদ্ধি প্রত্যশা করি।
প্রকাশকঃ খালেদ উদ্দীন
বুনন প্রকাশন, জিন্দাবাজার, সিলেট।
প্রচ্ছদঃ শ ই মামুন
মূল্যঃ দুইশত টাকা।
কামরুল আহসান
ইসলামী ইন্সুরেন্স বাংলাদেশ লিমিটেড,
প্রধান কার্যালয়,ঢাকা – ১০০০
ফোন- ০১৭৪৬৮৩২২৯১
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
