হেলেন রহমান আঁখি ।।
জানি নে কেন খুলে কষ্ট হচ্ছে মনে !
বুকের কাছে মনে হচ্ছে
একটা পাথর রয়েছে আটকে !
এ কষ্টের পাথর হয়ত বা
কারো নিখাত ভালোবাসা পেলে-
থাকত না অবশেষ।
অথচ হলো না তেমন কাংখিত কারো-
ততটা ভালোবাসা পাওয়া,
মন যারে চায় সে থাকে
নিজেরে লয়ে দূরে সরে,
কদাচিত মেলে তার সাড়া,
খুব একটা মেলে না তার খোঁজ
চাওয়া – পাওয়ার রাজ্যে।
এই তো প্রতিদিনকার জীবন।
যে মন বোঝার মত
সে হয় চির দুর্জন,
আর যে বোঝে না মন
সে থাকে খুব কাছাকাছি ।
হয় স্বজন তব কি বা ততটা লাভ!
যে বোঝে না মন,
চোখের ভাষা চায় না পড়তে
হয় না তেমন আগ্রহী
তেমন প্রিয়জন কাছাকাছি থাকলেই কি
আর যে পারত জ্বলে যাওয়া মনে
সুখের পরশ বুলাতে
সে থাকে দূরে সরে! হায়!
চলার পথের কি রকম হিসেব – নিকেশ।
সব সময় পরাবাস্তবতায় পাওয়া প্রাপ্তিতে
মন হতে চায় না সুখী কিংবা তৃপ্ত,
চায় আরও একটু বেশিকিছু
কে বুঝবে সে দুঃখ!
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
