কৈশোরের প্রেম

নাসরীন আক্তার বীনা ।।
.
শৈশব পেরিয়ে কৈশোরে কেবল
একটু একটু পরিবর্তন সকল,
হঠাতই এক বাদল দিনে
কদম হাতে এই নয়নে
দেয় সে ধরা।
.
নয়ন আটকে যায়,
মস্তিষ্ক তার অলিতে গলিতে খুঁজে ফেরে
 নিরবধি ঐ আঁখি।
আমি চোরাবালির মতো ডুবতে থাকি একাকী।
.
বাম পাজরে অদৃশ্য ব্যথা,
দৃষ্টি উদাসী।
যায় চলে শ্রাবণ, যায় ফাগুনও
হঠাৎ দুর থেকে দেখা এক পলক,
হয়নাকো কথা কভু।
.
কত ফাগুন কত বসন্ত গেছে চলে,
পাক ধরেছে চুলে
তবু বর্ষায় কোন অবসরে
অবচেতন মন,
গ্রীলের ফাঁকে এক চিলতে আকাশ
মনে করিয়ে দেয়
সেই কৈশোরের প্রেম।
.
পাইনা ভেবে উত্তর,
প্রতি বর্ষায় আজো
মন হয় উদাস,
ওই আঁখি নাকি কদমের টানে!
.
নাসরীন আক্তার বীনা 
প্রধান শিক্ষক
বেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়
ঝালকাঠি

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

২ comments

  1. বেরকাঠী সঃ প্রাঃ বিঃ

    শুভ কামনা সবসময় ❤️

  2. মোঃরবিউল ইসলাম রবি

    অসাধারন লেখনী এবং সময় উপযোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *