চিরকাল রবে ধ্রুবতারা হয়ে

রবীন্দ্রনাথ মন্ডল
.
আপোষহীন এক নেতা তুমি
ছিলোনা তোমার ভীতি,
অস্ত্রের চেয়ে শক্তিশালী
তোমার তর্জনীটি ।
.
বজ্রসম  কন্ঠ  তোমার
উন্নত শিরে তুমি,
দিয়েছিলে ডাক স্বাধীনতার
বাঁচাতে  জন্মভূমি।
.
এদেশের বীর ছাত্র-জনতা
শুনে সেই আহ্বান,
অস্ত্র হাতে লড়াই করেছে
বাজি রেখে নিজ প্রাণ।
.
স্বপ্ন দেখেছো শোষণ মুক্তি
স্বদেশের স্বাধীনতা,
দীর্ঘ ন’মাস যুদ্ধের শেষে
পেয়েছে তা সফলতা।
.
পৃথিবীর বুকে নিজের দেশকে
করিয়েছো পরিচয়,
সত্যই তুমি মোদের গর্ব
বিশ্বের  বিস্ময়।
.
বাংলার  খোকা  বঙ্গবন্ধু
‘বিশ্ববন্ধু’ আজ,
‘পিতা’ হয়ে তুমি আছো শ্রদ্ধায়
সবার হৃদয় মাঝ।
.
‘সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি’
পেয়েছো এ সম্মান,
তোমার জন্মে ধন্য এ ভূমি
তুমি এদেশের প্রাণ।
.
তোমার মহান মুখছবি ভাসে
দু’চোখে প্রতিটি ক্ষণে,
চিরকাল রবে ধ্রুবতারা হয়ে
কোটি মানুষের মনে।
.
.
রবীন্দ্রনাথ মন্ডল
সহকারি শিক্ষক
শতদশকাঠি সরকারি  প্রাথমিক বিদ্যালয়
ঝালকাঠি সদর, ঝালকাঠি।
প্রতিষ্ঠাতা ও সভাপতি
প্রতিভা শিল্পী গোষ্ঠী, জগদীশপুর।
বাংলাদেশ বেতারের  তালিকাভুক্ত গীতিকার।

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *