বিজন বেপারী
.
সাগর মাঝে যখন আমি
মৃত্যু মুখে পড়ি,
তোমার মধুর নামটি তখন
পুনঃ পুনঃ স্মরি।
.
জিবীকার জাল ফেলে
তোমার নামটি স্মরি ,
তুমিই পার মুছে দিতে
অভাগার নয়ন বারী।
.
গভীর নিশীথে চোখের জলে
বিদায় নিয়ে আসি,
বুকের ধন মানিক আমার
একাকী ঘুমিয়ে থাকি।
.
বাঁচা মরার ঝুঁকি নিয়ে
সমুদ্রে দেই পাড়ি,
এইতো মোদের সুখের জীবন
কর্মকে নাহি ডরি।
.
দুঃখ আর ক্লান্তি
সবকিছু যাই ভুলে,
বাজার-সদাই করে যখন
ফিরি আপন গৃহে।
.
সেইতো তুমি বিধাতা মোর
চলার আপন শক্তি,
আমৃত্যু থাকে যেন
তোমার তরে ভক্তি।
.
.বিজন বেপারী
সহকারী শিক্ষক. ঝালকাঠি সদর, ঝালকাঠি এবং প্রতিষ্ঠাতা সম্পাদক, মাতৃভাষা সাংস্কৃতিক পর্ষদ, ঝালকাঠি।