শাহীন কামাল ।।
টিকা আমরা পাব নাকি- কভু তা পাব না?
এ নিয়ে কতজনের- নানা রকম ভাবনা –
কে পাবে আগেভাগে- কার ভাগ পরে
ভাবনারা বান্ডিলে- রাখা থরেথরে।
ধনী আর আমলারা টিকা নিবে আগে
আমরা আম জনতা- পাব কী তা ভাগে?
টিকা দেশে আসলো, মিটিমিটি হাসলো –
এই টিকা ভালো না, ছোট করে কাশলো।
এই টিকা ভারতের, কেনো মোরা আনব?
ভীনদেশী টিকার ঘানি শুধু শুধু টানবো?
বিনামূল্যে টিকা দিবে, সেই কথা মানিনা
পাড়াপড়শি কে কেমন, তা কী মোরা জানিনা!
ভালো তা হতো যদি নিজেরাই রাখতেন
আমাদের তবে কী সেইপথে ডাকতেন!
করোনা নাই দেশে, সেই কবে ভাগছে
ইউরোপ আমেরিকায় ঘর তারা বানছে।
মন্ত্রীও টিকা নিছেন আরও নিলেন ডাক্তার
কথা শুনে কিঞ্চিৎ থেমে গেলো হাক তার।
থানকুনি পাতা খাওয়া টিকা বিশেষজ্ঞ
থেমে গেলো টিপ্পনী- কথার মহাযজ্ঞ।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
