শা হ রি য়া র মা সু ম ।।
তেল ফুরালে বাত্তি নেভে, ধরায় নামে অন্ধকার
তেলের উপর পিছলে পড়ে, মুন্সী খান ও খন্দকার।
তেলের কদর বুঝতে হলে, জানতে হবে ব্যবহার
তেলা মাথায় তেল লাগালে, জুটতে পারে ট্যাব ও হার।
তেলের আবার রকম আছে, সয়াবিন ও সরষে
জায়গা মতো তেল লাগালে, মিষ্টি মধু বরষে।
তেল ফুরালে আবার নাকি, নাওয়া খাওয়া বন্ধ কার?
চুলের ভেতর ময়লা জমে, ভাঁজে ভাঁজে গন্ধ কার?
সরষে তেলের গরম ছোঁয়ায়, ইলিশ ভাজা কড়কড়ে
তেলের অভাব থাকলে কোথাও, জায়গাটা হয় নড়বড়ে।
তেল মালিশে সারায় ব্যথা, জাগায় মনে ভক্তি
তেলের ওপর ভাসলে ঠিকই, বাড়বে সাহস শক্তি।
তেল পেলে ভাই সবাই খুশি, যেমন খুশি অগ্নি
তেমন খুশি নেত্রী নেতা, ভাই ভ্রাতা ভগ্নি।
তেলের কতো তেলেসমাতি, তেল মাখালে জানবে
তেল পেলে বস গদগদ, আঘাত নাহি হানবে।
মেশিন বলো চাকাই বলো, তেলের ওপর ঘুরছে
তেলের জোরেই আকাশ ফুঁড়ে, শূন্যে বিমান উড়ছে।
ভুল করো না ভুল করো না, তেলের কদর জানতে
তেলে করে ভাগ্য বদল, মানতে হবে মানতে।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
