ফেরদৌসী আকতার রুমা ।।
একবিংশ শতাব্দীর ছোঁয়ায় নবরূপে প্রস্ফূটিত ধরণী-
সবকিছুতেই অনেক বেশি প্রত্যাশা-
প্রাপ্তি ব্যাপারটা আপেক্ষিক,
একেকজনের কাছে একেক রকম।
বিংশ শতাব্দীর গ্লানি কাটিয়ে যাকে স্বাগত জানালো বিশ্বের নারীরা
সে কতটুকু মুক্তি দিয়েছে নারীকে?
প্রশ্নটা আমার মত অনেক সাধারণ নারীর।
.
নারীর অধিকার সংরক্ষণ নিয়ে যার নবযাত্রা শুরু হয়েছিল
তা কতটুকু সফলতা পেয়েছে পুরুষশাসিত সমাজে?
সমাজ ব্যবস্থার প্রধান পুরুষদের হাতে বন্দি নারীরা
সেই সমাজপতি যারা নারীর অধিকারের কথা বলছে
হয়তো তাদের ঘরেই নিষ্পেষিত কোন সাধারণ নারীর জীবন
বুকফাটা আর্তনাদ আর চোখের জলই সম্বল ওই নারীদের
পরিবার থেকে শুরু করে বিভিন্ন স্থানে নারীর আহাজারীর শব্দ।
.
একবিংশ শতাব্দিতে এসে নারীর আত্মচিৎকার যদি কোন পুরুষের কানে পৌঁছায়,
মনে এতোটুকু অনুশোচনার সৃষ্টি হয়
তখন থেকে একবিংশ শতাব্দীর চলার পথ হবে
সার্থক সাফল্যমন্ডিত।
.
ফেরদৌসী আকতার রুমা
সহকারী শিক্ষক
দক্ষিণ খাজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
বরগুনা সদর, বরগুনা
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
